বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

আবারো অসহায়দের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৪, ০২:১৬ এএম
আবারো অসহায়দের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

ছবি সংগৃহীত

মানবতার সংগঠন ও শিক্ষা ও সমাজকল্যাণ মূলক সামাজিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে নির্বাচিত লাখপতিকে অর্থ হস্তান্তর ও দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় রোগি এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হারুন এমজেএফ।

এছাড়া উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রিপন, সমাজসেবক ও ব্যবসায়ী হারুন অর রশিদ, সমাজসেবক নিজাম উদ্দিন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।  এছাড়া লাখপতি প্রজক্ট হাতে নিয়ে প্রতিবছর একজনকে লাখপতি বানিয়ে এলাকায় সাড়া ফেলেছেন।

Side banner

ধর্ম ও ইসলাম বিভাগের আরো খবর

banner
Link copied!