বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

নতুন মামলায় আনিসুল-সালমানসহ গ্রেপ্তার ৮

নিউজ ডেস্ক জুলাই ২৭, ২০২৫, ১২:৪৪ এএম
নতুন মামলায় আনিসুল-সালমানসহ গ্রেপ্তার ৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রামপুরা, মোহাম্মদপুর থানার একাধিক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার সাইদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক এমপি সাদেক খান, আবদুস সোবহানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে মোহাম্মদপুর থানার চারটি এবং রামপুরা থানার দুটি মামলা।


এদিন সকাল ১০টায় মামলাগুলোতে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

মার্তৃভূমির খবর

Side banner

আইন-আদালত বিভাগের আরো খবর

banner
Link copied!