বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

একটি মাছ ধরে আট কোটি টাকা পেল তরুণ

আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০২৪, ০২:২৯ পিএম
একটি মাছ ধরে আট কোটি টাকা পেল তরুণ

ছবি সংগৃহীত

বড়শি দিয়ে বিশেষ এক মাছ ধরে কোটিপতি হয়ে গেছেন এক তরুণ, যদিও মাছটির বাজার মূল্য বেশি না। ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি। মাছটির বিশেষত্ব হচ্ছে এর মধ্যে লাগানো ছিল বিশেষ একটি শনাক্তকরণ যন্ত্র।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি রাজ্যে এ ঘটনা ঘটে। ‘মিলিয়ন ডলার ফিশ’ প্রতিযোগিতার আওতায় নদীতে ছাড়া হয়েছিল মাছটি। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার (১ অস্ট্রেলীয় ডলার=৭৭ টাকা)।

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক প্রতিবেদনে বলা হয়, পর্যটকদের প্রতি আকর্ষণ তৈরি করতে গত ৯ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে রাজ্যটি। প্রতিবছর অক্টোবরে এ রকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয়। যার পুরস্কারমূল্য ১০ হাজার, ২০ হাজার ও ১ মিলিয়ন ডলার। প্রতি বছর প্রতিযোগিতাটি মার্চ মাস পর্যন্ত চললেও এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়। আর কী কাণ্ড, প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বড়শিতে।

এক মাছেই কোটিপতি বনে যাওয়া তরুণের নাম কিগান পেইন (১৯)। কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা। মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন এটা কোনো তেলাপিয়া মাছ। তবে তার বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটির মোটেও সাধারণ কোন মাছ নয়। এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজনে করে কিগানকে ১০ লাখ অস্ট্রেলীয় ডলারের চেক দেয়।

হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কী করবেন তিনি, এমন প্রশ্নের জবাবে কিগান বলেন, ‘আমরা অনেক বড় পরিবার। আট সদস্য আমাদের। এত ডলার আমাদের কল্পনাতীত। আমি অনেক খুশি। আমি যা খুশি কিনতে পারব, এমনকি মা-বাবার আবাসন ঋণ পরিশোধেও ওই অর্থ কাজে লাগবে।’

তিনি আরও জানান, এই সপ্তাহে একটি নতুন নৌকা এবং একটি গাড়িও কিনবেন। এছাড়াও আমেরিকা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা।

Side banner

ধর্ম ও ইসলাম বিভাগের আরো খবর

banner
Link copied!